কাশ্মীরের কমিউনিটি হলগুলো নিরাপত্তা ব্যারাক হিসেবে ব্যবহার: ক্ষুব্ধ ওমর-মেহবুবা
https://parstoday.ir/bn/news/india-i99682-কাশ্মীরের_কমিউনিটি_হলগুলো_নিরাপত্তা_ব্যারাক_হিসেবে_ব্যবহার_ক্ষুব্ধ_ওমর_মেহবুবা
ন্যাশনাল কনফারেন্সের ভাইস-প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ বলেছেন, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে, পূর্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর আমলে নির্মিত সামাজিক ভবনগুলো নিরাপত্তা বাহিনীর ব্যারাক হিসেবে ব্যবহার করা হচ্ছে। গতকাল (শনিবার) তিনি ওই মন্তব্য করেন।   
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
নভেম্বর ০৭, ২০২১ ১২:৪৫ Asia/Dhaka
  • ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি
    ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি

ন্যাশনাল কনফারেন্সের ভাইস-প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ বলেছেন, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে, পূর্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর আমলে নির্মিত সামাজিক ভবনগুলো নিরাপত্তা বাহিনীর ব্যারাক হিসেবে ব্যবহার করা হচ্ছে। গতকাল (শনিবার) তিনি ওই মন্তব্য করেন।   

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক বার্তায় বলেন, ‘আমার সরকার শ্রীনগরে সামাজিক ভবন/বিয়ে বাড়ি তৈরি করেছে এবং বাঙ্কারগুলো ভেঙে দিয়েছিল। এটি হতাশাজনক যে শহরের নিরাপত্তা পরিস্থিতি এখন এত খারাপ হয়ে গেছে যে নয়া বাঙ্কার তৈরি করা হচ্ছে এবং বিয়ে অনুষ্ঠানের হলগুলো নিরাপত্তা বাহিনীর জন্য ব্যারাক হিসাবে ব্যবহার করা হচ্ছে।’  

এখানে কিছু সামাজিক ভবন বা বিয়ে বাড়িতে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) মোতায়েনের খবরের পর তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এলো।  শ্রীনগরে সাম্প্রতিক গেরিলা হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

অন্যদিকে, পিপলস ডেমোক্রেটিক পার্টি’র (পিডিপি) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও ওই ইস্যুতে সরকারের সমালোচনা করে বলেছেন, জনগণকে চুপ করানোর জন্য প্রতিদিন কঠোর আইন আনা হচ্ছে।

সিআরপিএফ জওয়ান

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মেহবুবা বলেন, ‘শ্রীনগরে সর্বত্র নিরাপত্তা বাঙ্কার স্থাপন করার পরে, সিআরপিএফ কর্মীদের এখন বিয়ের হলগুলোতে মোতায়েন করা হয়েছে যা এখানকার মানুষের জন্য সম্পূর্ণ ব্যক্তিগত স্থান। জনগণকে নীরব করার একমাত্র লক্ষ্য নিয়ে প্রতিদিন আরও কঠোর আইন আনা হচ্ছে।’   

শ্রীনগর পৌর কর্পোরেশনের মেয়র জুনায়েদ আজিম মাট্টু বিষয়টি বিভাগীয় প্রশাসনের কাছে তুলে ধরেন। তিনি বলেন, শ্রীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়নি। জুনায়েদ বলেন, কাশ্মীর বিভাগীয় কমিশনার তাকে আশ্বস্ত করেছেন যে, এ জন্য অন্যান্য বিকল্পগুলো অন্বেষণ করা হবে।  

ওই বিষয়ে, সিআরপিএফের জনসংযোগ কর্মকর্তা অভিরাম পঙ্কজ বলেন, প্রয়োজনের কারণে শহরে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। কমিউনিটি হোমে সিআরপিএফ মোতায়েন সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, এ জন্য অবস্থানগুলো বেসামরিক প্রশাসন দ্বারা নির্ধারিত হয়েছিল।#

  পার্সটুডে/এমএএইচ/‌এআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।