সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i100936-সিরিয়ায়_মার্কিন_সেনা_উপস্থিতি_আন্তর্জাতিক_আইনের_লঙ্ঘন_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে ‘কৌশলগত’ উল্লেখ করে দামেস্কের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সোমবার তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২১ ০৭:২৬ Asia/Dhaka
  • সোমবার বিকেলে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন ফয়সাল মিকদাদ
    সোমবার বিকেলে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন ফয়সাল মিকদাদ

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে ‘কৌশলগত’ উল্লেখ করে দামেস্কের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সোমবার তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট রায়িসি সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অভিহিত করে বলেন, উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস আমেরিকার সৃষ্টি এবং মধ্যপ্রাচ্যে আইএস ও আমেরিকার সেনা উপস্থিতি এ অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন করবে।  

তিনি সিরিয়ার ইসরাইল বিরোধী অবস্থানের ভূঁয়সী প্রশংসা করে বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রামের ফ্রন্টলাইন হয়ে উঠেছে সিরিয়া।

সাক্ষাতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের জনগণের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।ফয়সাল মিকদাদ বলেন, দুঃসময়ে ইরানের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার কথা সিরিয়ার জনগণ কখনও ভুলবে না। তিনি আরো বলেন, সিরিয়ার জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের শক্ত অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের দোসরদের সব পরিকল্পনা ভেস্তে গেছে।

এর আগে সোমবারই তেহরান সফরে আসেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।