চীনের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
https://parstoday.ir/bn/news/iran-i101026
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা নিয়ে তার চীনা সমকক্ষ মা ঝাও সু’র সঙ্গে কথা বলেছেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে ভিয়েনা সংলাপের অষ্টম দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২১ ১৪:৩২ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা নিয়ে তার চীনা সমকক্ষ মা ঝাও সু’র সঙ্গে কথা বলেছেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে ভিয়েনা সংলাপের অষ্টম দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

তার আগে বুধবার চীনা উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন বাকেরি-কানি। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে তার দেশের নানা ক্ষেত্রে ব্যাপকভিত্তিক সহযোগিতা চলমান রয়েছে। এছাড়া ভিয়েনা সংলাপসহ বহু আন্তর্জাতিক বিষয়ে তেহরান ও বেইজিং অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।  

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তার দেশের ওপর থেকে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবির প্রতি সমর্থন জানানোয় চীনকে ধন্যবাদ জানান। তিনি গত সপ্তাহে সপ্তম দফা ভিয়েনা সংলাপে ইরানের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবনার প্রতি ইঙ্গিত করে বলেন, অত্যন্ত যৌক্তিক ও ভারসাম্যপূর্ণভাবে এসব প্রস্তাব তৈরি করা হয়েছে। ইরান এখন প্রতিপক্ষের কাছ থেকে এ ব্যাপারে যৌক্তিক অবস্থান কামনা করে।

টেলিফোনালাপে ভিয়েনা সংলাপকে লাভজনক আখ্যায়িত করে চীনা উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সংলাপে সব পক্ষ গঠনমূলক ভূমিকা পালন করবে বলে বেইজিং আশা করছে।

ভিয়েনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে ইরান। গত সপ্তাহে এ সংক্রান্ত সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে বাকেরি-কানি দু’দিন আগে মস্কো সফর করেন। এরপর তিনি এ ব্যাপারে চীনের সঙ্গেও দৃষ্টিভঙ্গে বিনিময় করে নিলেন। ভিয়েনা সংলাপে বাকেরি-কানি ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।#
পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।