‘আমেরিকার আরো কিছু ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ইরান'
(last modified Thu, 09 Dec 2021 09:10:15 GMT )
ডিসেম্বর ০৯, ২০২১ ১৫:১০ Asia/Dhaka
  • ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গারিবাবাদি
    ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গারিবাবাদি

ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গারিবাবাদি বলেছেন, আমেরিকার যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইরানের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তাদের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

আমেরিকার দৃষ্টিতে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপ করার পর গারিবাবাদি একথা জানান। তিনি বলেন, আমেরিকার ব্যর্থ হয়ে যাওয়া ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি অনুসরণ করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া, এই নিষেধাজ্ঞা আরোপের ফলে বোঝা গেছে, আমেরিকা তার রাজনৈতিক স্বার্থে মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

ভিয়েনায় নিযুক্ত ইরানের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, বিশ্বের প্রখ্যাত বিশ্লেষকরা এবং জাতিসংঘের বিশেষ দূতরা ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে ইরানি জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন করে বর্ণনা করেছেন। অবৈধ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি জনগণ ওষুধ ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। কাজেই মানবাধিকার লঙ্ঘনকারী মার্কিন সরকার নিজেকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করতে পারে না।

কাজেম গরিবাবাদি বলেন, আমেরিকার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণকেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মানবাধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এছাড়া, আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর সঙ্গে মার্কিন পুলিশের মানবাধিকার লঙ্ঘনকারী ও বর্ণবিদ্বেষী আচরণ এখন আর কারো অজানা নয়।মার্কিন যুক্তরাষ্ট্রে পদ্ধতিগতভাবে কৃষ্ণাঙ্গদের মানবাধিকার লঙ্ঘন করা হয়।সেইসঙ্গে আমেরিকার কারাগারগুলোতে আটক বন্দিদের ওপরও পাশবিক ও অকথ্য নির্যাতন চালানো হয়। তিনি বলেন, কাজেই এসব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী কাজে জড়িতদের নামের তালিকা তৈরি করছে ইরান। মানবাধিকার লঙ্ঘনকারী আমেরিকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে ইরানের নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।