এ অঞ্চলে বিদেশী হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i101042-এ_অঞ্চলে_বিদেশী_হস্তক্ষেপের_কোনো_প্রয়োজন_নেই_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিদেশী শক্তির হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, এ অঞ্চলের সমস্ত সমস্যা আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা উচিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২১ ১৭:৩২ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট এরদোগান (বামে) ও রায়িসির ফোনালাপ
    প্রেসিডেন্ট এরদোগান (বামে) ও রায়িসির ফোনালাপ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিদেশী শক্তির হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, এ অঞ্চলের সমস্ত সমস্যা আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা উচিত।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে গতকাল (বুধবার) এক ফোনালাপে প্রেসিডেন্ট রায়িসি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা বারবার বলেছি এই অঞ্চলের দেশগুলোর সমস্যা তাদের নিজেদের সক্রিয় অংশগ্রহণ ও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। অতএব, এই অঞ্চলে বিদেশী কোনো শক্তির হস্তক্ষেপ করার প্রয়োজন নেই।”

দ্বিপক্ষীয় নানা ইস্যু উল্লেখ করে প্রেসিডেন্ট রায়িসি ঘোষণা দেন যে, খুব শিগগিরি তেহরানে যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া, ইরান ও তুরস্কের মধ্যকার সহযোগিতা নতুন অধ্যায় প্রবেশ করেছে বলেও তিনি মন্তব্য করেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্ব উল্লেখ করে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান উপায় হচ্ছে অন্য দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো।

ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যৌথ সহযোগিতার ধারণাটি বর্তমানে আঞ্চলিক দেশগুলোর সামনে রয়েছে। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সাম্প্রতিক সফর বিনিময়ের বিষয়টি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/৯