রিয়াদ ও আবুধাবির সঙ্গে তেহরানের ভুল বোঝাবুঝি অনেকাংশে কমেছে
(last modified Tue, 14 Dec 2021 02:21:37 GMT )
ডিসেম্বর ১৪, ২০২১ ০৮:২১ Asia/Dhaka
  • সোমবার তেহরানে ইরানের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ওমানের উপ সেনা প্রধান (বামে)
    সোমবার তেহরানে ইরানের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ওমানের উপ সেনা প্রধান (বামে)

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনায় এসব দেশের সঙ্গে তেহরানের ভুল বোঝাবুঝি অনেকাংশে কমে গেছে। তিনি তেহরান সফরকারী ওমানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ আব্দুলআজিজ আব্দুল্লাহ আল-মানদারির সঙ্গে এক বৈঠকে একথা জানান।

তিনি বলেন, আরব আমিরাত ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনা হলেও বাহরাইনের সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি। জেনারেল বাকেরি বলেন, বাহরাইনের সঙ্গে ইরানের কোনো যোগাযোগ স্থাপিত হয়নি এবং এক্ষেত্রে ওমান নিশ্চিতভাবে [মধ্যস্থতাকারীর] ভূমিকা পালন করতে পারে।

সৌদি আরবকে অনুসরণ করে কয়েক বছর আগে বাহরাইন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং দু’দেশের মধ্যে বর্তমানে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

তবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ তেহরান সফর করেন এবং তার আগে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি আবু ধাবি সফরে গিয়েছিলেন। দু’দেশের মধ্যে বর্তমানে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে সম্পর্ক রয়েছে।

ওমানের সেনাবাহিনীর উপপ্রধানের সঙ্গে সাক্ষাতে ইরানের সেনাপ্রধান বলেন, মাস্কাটের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে তেহরান প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে ওমান ভালো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে- উল্লেখ করে জেনারেল বাকেরি এজন্য মাস্কাটকে ধন্যবাদ জানান।

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ