‘প্রতিপক্ষ আন্তরিক হলে ভিয়েনা সংলাপে অগ্রগতি সম্ভব’
https://parstoday.ir/bn/news/iran-i101306
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, ভিয়েনা সংলাপে সকল পক্ষ আন্তরিক হলে এই আলোচনায় অগ্রগতি অর্জন করা সম্ভব।তিনি বুধবার চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের এক টুইটার বার্তায় তিনি এ আশা ব্যক্ত করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২১ ০৭:৪৮ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, ভিয়েনা সংলাপে সকল পক্ষ আন্তরিক হলে এই আলোচনায় অগ্রগতি অর্জন করা সম্ভব।তিনি বুধবার চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের এক টুইটার বার্তায় তিনি এ আশা ব্যক্ত করেন।

বাকেরি-কানি বলেন, ভিয়েনায় বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকের পাশাপাশি প্রতিপক্ষগুলোর শীর্ষ আলোচকদের সঙ্গেও ইরানের কথা হয়েছে।      

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে এবং এর বিপরীতে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ চার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয়।

কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয়। বর্তমানে ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে মূলত দু’পক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।