ইরানকে দায়ী করার চেষ্টায় ৩ ইউরোপীয় দেশ; জবাব দিল তেহরান
(last modified Thu, 16 Dec 2021 02:18:15 GMT )
ডিসেম্বর ১৬, ২০২১ ০৮:১৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চলমান অচলাবস্থার জন্য তেহরানকে দায়ী করে যে বিবৃতি দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, যে বিবৃতিতে পরমাণু সমঝোতার চলমান অচলাবস্থার জন্য আমেরিকাকে দায়ী করা হয় না সে বিবৃতি থেকে বাস্তবতা সম্পর্কে বিবৃতিদাতাদের অজ্ঞতা ফুটে ওঠে।

তিনি আজ এক টুইটার বার্তায় আরো বলেন, ইউরোপীয় দেশগুলো যদি নিজেদেরকে ন্যায়সঙ্গত অংশীদার হিসেবে পরিচয় দিতে চায় তবে তাদেরকে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। টুইটার বার্তার শেষাংশে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যেদিন থেকে পরমাণু সমঝোতা হতে ইরান সুবিধা পাওয়া থেকে বঞ্চিত রয়েছে সেদিন থেকে এই সমঝোতা ইরানের কাছে অর্থহীন। ইরানকে প্রতিশ্রুত সেসব সুবিধা দিতেই হবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহয়ান ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছিলেন, পশ্চিমা দেশগুলোর জেনে রাখা উচিত গত আট বছরে তারা বড় বড় বহু বক্তৃতা এবং অনেক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আজ সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা। আজ আমরা একটি চুক্তিতে পৌঁছাতে আন্তরিক এবং পাশ্চাত্যের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা দেখতে চাই।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ