ইরানের প্রধান পরমাণু আলোচক জানালেন:
‘সংক্ষিপ্ত বিরতির পর আবার শুরু হবে ভিয়েনা আলোচনা’
-
ইরানের প্রতিনিধিদলের প্রধান আলী বাকেরি-কানি
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় ইরানের প্রতিনিধিদলের প্রধান আলী বাকেরি-কানি বলেছেন, এখন পর্যন্ত ভিয়েনা সংলাপে ‘ভালো অগ্রগতি’ অর্জিত হয়েছে এবং উচ্চ-পর্যায়ের এ আলোচনা সংক্ষিপ্ত বিরতির পর আবার শুরু হবে।
তিনি আজ (শুক্রবার) সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্ট্রে এ তথ্য জানান। আলী বাকেরি বলেন, তিনি বৃহস্পতিবার অন্য পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মুরার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এসব সাক্ষাতে সিদ্ধান্ত হয়েছে, কয়েকদিন বিরতির পর আবার সবগুলো দেশের প্রতিনিধিরা ভিয়েনায় ফিরে আসবেন। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি আরো বলেন, “চলতি সপ্তাহে আমরা আলোচনায় ভালো অগ্রগতি অর্জন করেছি।”

গত ২৯ নভেম্বর থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত সপ্তম দফা সংলাপ চলছে। পাঁচ জাতিগোষ্ঠী নামে পরিচিত এসব দেশের পাশাপাশি আমেরিকাকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই করেছিল।
ওই সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে এবং এর বিপরীতে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ চার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয়।
কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয়। বর্তমানে ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে মূলত দু’পক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।#
পার্সটুডে/এমএমআই/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।