সাইবার হামলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i101820-সাইবার_হামলার_বিরুদ্ধে_আইনগত_ব্যবস্থা_নেবে_ইরান_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে শত্রুদের সাইবার হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনগত ব্যবস্থা নেবে তেহরান। তিনি মঙ্গলবার তেহরানে ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জালালির সঙ্গে এক বৈঠকের পর একথা জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২১ ০৭:৩৪ Asia/Dhaka
  • জেনারেল জালালি- আব্দুল্লাহিয়ান
    জেনারেল জালালি- আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে শত্রুদের সাইবার হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনগত ব্যবস্থা নেবে তেহরান। তিনি মঙ্গলবার তেহরানে ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জালালির সঙ্গে এক বৈঠকের পর একথা জানান।

বৈঠকে দুই কর্মকর্তা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সাইবার হামলার বিরুদ্ধে যথাযথ আইনগত ও রাজনৈতিক ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

সাক্ষাতে জেনারেল জালালি বলেন, তার সংস্থা বিদেশি হুমকির মোকাবিলায় দেশের অবকাঠামো রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। তবে হুমকির ধরনে পরিবর্তন আসায় আন্তর্জাতিক অঙ্গনে আইনগত ও রাজনৈতিক ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়েছে বলে তিনি জানান।

ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান বলেন, ইরানের সঙ্গে প্রচলিত যুদ্ধে পেরে উঠবে না দেখে শত্রুরা এদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সাইবার হামলা চালানোর অপ্রচলিত পন্থা বেছে নিয়েছে। এ ধরনের হুমকি প্রতিহত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি।  

ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত বেশ কয়েকবার ইরানের একাধিক পরমাণু স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। এ ধরনের হামলা প্রতিহত করার জন্য ইরানে প্যাসিভ ডিফেন্স সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।