ভিয়েনায় ফিরলেন ইরানের প্রধান আলোচক
-
আলী বাকেরি কানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান আলোচক আলী বাকেরি কানি আবারও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছেন। সেখানে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন।
তিনি আলোচনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এবং পরামর্শ করতে গত শুক্রবার তেহরানে ফিরেছিলেন। তেহরানে দুই দিন অবস্থানকালে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
ইরানের প্রধান আলোচকের পাশাপাশি অন্য দেশগুলোর আলোচকেরাও পরামর্শ করতে নিজ নিজ দেশ সফর করেছেন।
সম্প্রতি ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দেশের আলোচক দল বলছে, ভিয়েনা আলোচনায় অগ্রগতি হচ্ছে।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতা সই হলেও তা থেকে অন্যায়ভাবে বেরিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় দেশগুলোও পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করেনি।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।