ইরান-রাশিয়া কৌশলগত পরমাণু সহযোগিতা জোরদার করবে
https://parstoday.ir/bn/news/iran-i102748-ইরান_রাশিয়া_কৌশলগত_পরমাণু_সহযোগিতা_জোরদার_করবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, তেহরান এবং মস্কো কৌশলগত পরমাণু সহযোগিতা জোরদার করবে। এ বিষয়ে দু'দেশের মধ্যে আলোচনা চলছে।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
জানুয়ারি ২১, ২০২২ ১১:৫৪ Asia/Dhaka
  • বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র
    বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, তেহরান এবং মস্কো কৌশলগত পরমাণু সহযোগিতা জোরদার করবে। এ বিষয়ে দু'দেশের মধ্যে আলোচনা চলছে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির মস্কো সফরের সময় গতকাল (বৃহস্পতিবার) কামালভান্দি এসব কথা বলেন। তিনি বলেন, বুশেহর পরমাণু বিদ্যুৎ স্থাপনায় নতুন ইউনিট নির্মাণের ব্যাপারে মস্কো এবং তেহরান আলোচনা করছে।

ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র বেহরুজ কামালভান্দি আরো বলেন, প্রেসিডেন্ট রায়িসি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে পরমাণু সহযোগিতার বিষয়টি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ইস্যু। 

বেহরুজ কামালভান্দি

বেহরুজ কামালভান্দি বলেন, পরমাণু শিল্পকে দুই ভাগে ভাগ করা যায় এবং এগুলো হচ্ছে জ্বালানি সংক্রান্ত এবং জ্বালানি বহির্ভূত পরমাণু কর্মকাণ্ড। এ দুই খাতেই ইরান এবং রাশিয়ার মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

বেহরুজ কামালভান্দি বলেন, পরমাণু স্থাপনা থেকে ইরান ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বুশেহর পরমাণু বিদ্যুৎ স্থাপনায় নতুন ইউনিট নির্মাণ করা হবে।#

পার্সটুডে/এসআইবি/২১