ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী; দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময়
https://parstoday.ir/bn/news/iran-i103020-ইরান_সফরে_কাতারের_পররাষ্ট্রমন্ত্রী_দ্বিপক্ষীয়_ও_আঞ্চলিক_বিষয়ে_মতবিনিময়
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি আজ (বৃহস্পতিবার) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ২৭, ২০২২ ১৮:৩১ Asia/Dhaka
  • ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী; দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময়

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি আজ (বৃহস্পতিবার) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন।

তাদের মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আজ ঠিক কোন কোন ইস্যুতে কথা হয়েছে তা বিস্তারিতভাবে এখনও জানা যায়নি। 

কাতারের পররাষ্ট্রমন্ত্রী আজ তেহরানে আসবেন বলে এর আগেই বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছিল। এর আগে গত মঙ্গলবার রাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

 

তাদের মধ্যে আঞ্চলিক বিষয়াদি নিয়ে কথা হয়। ফোনালাপে তারা দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।