পরমাণু আলোচনা সফল করতে হলে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন: এনরিক মোরা
https://parstoday.ir/bn/news/iran-i103146
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সব দেশের প্রতিনিধিরা যাতে নিজ নিজ দেশের সরকারের কাছ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আবার ভিয়েনায় ফিরতে পারেন সেজন্য এই বিরতি দেয়া হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ৩০, ২০২২ ১৬:৩৫ Asia/Dhaka
  • এনরিক মোরা
    এনরিক মোরা

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সব দেশের প্রতিনিধিরা যাতে নিজ নিজ দেশের সরকারের কাছ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আবার ভিয়েনায় ফিরতে পারেন সেজন্য এই বিরতি দেয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিক মোরা ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানির সঙ্গে সাক্ষাত শেষে বলেছেন, 'পরবর্তী আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে'। তিনি বলেন, 'গত ২৭ ডিসেম্বর পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা সংলাপ শুরু হয় এবং এখন পর্যন্ত এটি এই সংলাপের সবচেয়ে দীর্ঘ আলোচনা,। তিনি আরো বলেন, 'আলোচক দলের প্রতিনিধিরা নিজ নিজ সরকারের সঙ্গে পরামর্শ করার জন্য দেশে ফিরে গেছেন এবং এ মুহূর্তে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন'।

পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতার যৌথ কমিশনের আওতায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা  তুলে নেয়ার বিষয়ে ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সাথে ইরানের যে অষ্টম দফা আলোচনা শুরু হয়েছে তা বর্তমানে চূড়ান্ত ও অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে এসে পৌঁছেছে। কেননা আলোচনায় বিরতিতে যাওয়ার আগ মুহূর্তেও কিছু বিষয় নিয়ে মতবিরোধ চলছিল এবং সংলাপে অংশগ্রহণকারীরা বলেছেন, কিছু বিষয়ে আলোচনা অত্যন্ত জটিল হলেও তাতে অগ্রগতি লক্ষ্য করা গেছে।

রাশিয়ার প্রধান আলোচক মিখাইল উলিয়ানভ বলেছেন, চূড়ান্ত সমঝোতার বিষয়বস্তু প্রস্তুত করার জন্য ব্যাপক চেষ্টা চলছে যদিও কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র জালিনা পারতু ভিয়েনা আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত করার বিষয়ে এক প্রশ্নের উত্তরে বলেছেন, এই সংলাপ প্রায় চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে যাচ্ছে।

প্রকৃতপক্ষে, ইরানের আপ্রাণ চেষ্টা ও আন্তরিকতার কারণে ভিয়েনা সংলাপ ইতিবাচক গতিতে এগোচ্ছে। কেননা ইরানের পক্ষ থেকে কার্যকর ও গঠমূলক এমনসব প্রস্তাব তুলে ধরা হয়েছে যা থেকে টেকসই সমঝোতায় পৌঁছার জন্য ইরানের আন্তরিকতা ও ইচ্ছার বিষয়টি ফুটে উঠেছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ভিয়েনা সংলাপে পশ্চিমাদের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির মূল বিষয়বস্তু হতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রত্যাহারের কার্যকারিতা পরীক্ষার সুযোগ রাখা এবং আমেরিকার পক্ষ থেকে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দেয়া। তিনি গতকাল (শনিবার) সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন কর্মকর্তাদের আচরণ ও অতীত তিক্ত ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে তাদের ওপর কোনো আস্থা রাখা যায় না এবং বর্তমান সংলাপকে সফল করতে হলে ওয়াশিংটনের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এখন আর মুখের কথায় নয় বরং আমেরিকা বাস্তবে কি পদক্ষেপ নিল সেটাই আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয়।#    

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।