ফেব্রুয়ারি ০৪, ২০২২ ১৩:৩৫ Asia/Dhaka
  • ইরানে আলু ও চালের দাম বৃদ্ধি; জরুরী ভিত্তিতে আমদানির নির্দেশ

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আলু এবং চালের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি সামাল দিতে সরকার জরুরিভিত্তিতে এ দুটি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের খাদ্য নিরাপত্তা বিষয়ক সদর দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জরুরি বৈঠকে এক লাখ মেট্রিক টন আলু এবং দুই লাখ মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইরানের খাদ্য নিরাপত্তা বিষয়ক সদর দপ্তরকে দেশটির কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে।
ইরানের কৃষি মন্ত্রণালয়ের মুখপাত্র আলী রেজা রেজাজাদে বলেন, প্রেসিডেন্ট সাইয়েদ মুহাম্মাদ ইবরাহিম রায়িসির একটি ডিগ্রির সঙ্গে সমন্বয় করে চাল এবং গোল আলু আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে যাতে অভ্যন্তরীণ বাজারে এ দুটি পণ্যের দাম বাড়তে না পারে।
কোন দেশ থেকে গোলআলু আমদানি করা হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য না জানালেও রেজাজাদে বলেন, ভারত, পাকিস্তান এবং থাইল্যান্ড থেকে আগামী দুই মাসে পর্যায়ক্রমে ২ লাখ মেট্রিকটন চাল আমদানি করা হবে। একইসঙ্গে ইরান থেকে যাতে কোনো রকমের আলু রপ্তানি করা না হয় সে ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানে বিপুল পরিমাণ আলু উৎপাদন হয়। এক পরিসংখ্যানে দেখা যায়- দেশটিতে বছরে প্রায় ৫ কোটি ২০ লাখ মেট্রিকটন আলু উৎপাদিত হয়। সে ক্ষেত্রে গত কয়েক বছর ধরে ইরানে আলু আমদানি করার প্রয়োজন হয় না।
কয়েকদিন ধরে ইরানে উৎপাদিত উন্নতমানের চান বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪.২ ডলারে এবং ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি এক ডলারে। চালের এই অগ্নিমূল্য থামাতে সরকার আগামী কয়েকদিনের মধ্যে বাজারে বিপুল পরিমাণ চাল সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ