ইরানের গিলানের মূল্যবান ঐতিহাসিক অসাধারণ হস্তশিল্প
(last modified Wed, 09 Feb 2022 12:40:52 GMT )
ফেব্রুয়ারি ০৯, ২০২২ ১৮:৪০ Asia/Dhaka
  • ইরানের গিলানের মূল্যবান ঐতিহাসিক অসাধারণ হস্তশিল্প
    ইরানের গিলানের মূল্যবান ঐতিহাসিক অসাধারণ হস্তশিল্প

ইরানের গিলান প্রদেশের রাশত শহরের মূল্যবান ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অসাধারণ নজরকাড়া হস্তশিল্প।

রাশত শহরের এই ঐতিহাসিক হস্তশিল্পটির কাজ একসময় পুরুষদের মধ্যে বেশি লক্ষ্য করা যেত। অথচ এখন এ শিল্পে মহিলাদেরকে বেশি কাজ করতে দেখা যায়। ইরান এ শিল্পকে রাষ্ট্রীয় শিল্প হিসেবে গণ্য করে থাকে। রাশতের এমব্রয়ডারি শিল্প ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হস্তশিল্প হিসেবে পরিগণিত। যার কাজ বেশি ভাগ সিল্কের সুতো দিয়ে সজ্জিত করা হয়।# 

পার্সটুডে/আবুসাঈদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।