ইসলামী বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টকে ঘায়েল করাই শত্রুদের উদ্দেশ্য: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i103732-ইসলামী_বিপ্লব_ও_প্রতিরোধ_ফ্রন্টকে_ঘায়েল_করাই_শত্রুদের_উদ্দেশ্য_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি আজ বলেছেন, শত্রুরা ইসলামী বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টকে ঘায়েল করতে চায়। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১৭:২৩ Asia/Dhaka
  • শেকারচি
    শেকারচি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি আজ বলেছেন, শত্রুরা ইসলামী বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টকে ঘায়েল করতে চায়। 

ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকীর নানা কর্মসূচি পালিত হচ্ছে। বিপ্লব বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, ইরানের জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ইসলামী বিপ্লব। শত্রুরা এই বিপ্লবের ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে। তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পথে বাঁধা সৃষ্টি করে রেখেছে। এর সবই করা হচ্ছে ইসলামী বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থাকে ধ্বংস করতে।

শেকারচি বলেন, বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরান গোটা বিশ্বেই সম্মান ও মর্যাদার অধিকারী এবং বিপ্লবী আদর্শ অনুসরণের মাধ্যমে দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে। এসবই সম্ভব হয়েছে শহীদদের রক্ত এবং সর্বোচ্চ নেতার সুচিন্তিত দিকনির্দেশনার কারণে।

আল্লাহর রহমতে এই ইসলামী রাষ্ট্রের সাফল্য অর্জনের ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন ইরানের এই প্রভাবশালী সেনা কর্মকর্তা।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।