পারমাণবিক সক্ষমতা জোরদার করা থেকে বিরত থাকবে না ইরান
https://parstoday.ir/bn/news/iran-i103780-পারমাণবিক_সক্ষমতা_জোরদার_করা_থেকে_বিরত_থাকবে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, দেশের শান্তিপূর্ণ পারমাণবিক সক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তি জোরদার করার কর্মসূচি থেকে কখনোই তেহরান বিরত থাকবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১৬:৪৪ Asia/Dhaka
  • ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
    ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, দেশের শান্তিপূর্ণ পারমাণবিক সক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তি জোরদার করার কর্মসূচি থেকে কখনোই তেহরান বিরত থাকবে না।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি গতকাল (শনিবার) তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, "যেসমস্ত কর্মকাণ্ড থেকে ইরান কখনই বিরত থাকবে না তাহলো- ইরানের ইসলামী সরকারের সমর্থনে আয়োজিত অনুষ্ঠানগুলোতে ইরানি জনগণের গৌরবময় উপস্থিতি এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক ও প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখা ও জোরদার করা।” পাশাপাশি ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঞ্চলিক নিরাপত্তা-প্রতিষ্ঠার নীতি থেকেও তেহরান কখনো বিরত হবে না।

যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল ও তেহরানের ওপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিসয়ে আলোচনা চলছে তখন আলী শামখানি এই কথা বললেন। আমেরিকা ও তার মিত্ররা বার বার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছে। তেহরান বলছে, দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা কখনো কারো সঙ্গে আলোচনা করবে না।#   

পার্সটুডে/এসআইবি/১৩