ইরানের হেলিকপ্টার বহরের পাল্লা অনেক বেড়েছে: জেনারেল বাকেরি
-
বাকেরি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইরানের হেলিকপ্টার বহরের পাল্লা অনেক বেড়েছে। এর মধ্যদিয়ে আমাদের দেশ হেলিকপ্টার বহরের ক্ষেত্রে অগ্রগামী দেশগুলোর পর্যায়ে পৌঁছেছে।
তিনি আজ (রোববার) সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এ কথা বলেন।
জেনারেল বাকেরি আরও বলেন- টেলিযোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধসহ নানা ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোচ্ছে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, সেনাবাহিনীর বিমান ইউনিটের হেলিকপ্টারগুলোতে নাইট ভিশন ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এর ফলে রাত্রিকালীন অভিযান চালাতে আর কোনো সমস্যা হচ্ছে না।
সমরাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ও পাল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান জেনারেল বাকেরি।
ইরানের শীর্ষস্থানীয় এই কমান্ডার বলেন, বিভিন্ন মহড়ায় ইরানের সমরাস্ত্রগুলোর পরীক্ষা সম্পন্ন করে সেগুলো বিভিন্ন বাহিনীতে যুক্ত করা হয়ে থাকে।।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।