জাতিসংঘকে বলেছে তেহরান
ইরানি বিজ্ঞানী হত্যায় ইসরাইলকে উসকানি দিয়ে সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন মার্কিন সিনেটর
-
উগ্রপন্থি সিনেটর লিন্ডসে গ্রাহাম
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আরো বিজ্ঞানী হত্যার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলকে উসকানি দিয়ে মার্কিন সিনেটের লিন্ডসে গ্রাহাম সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেহরান।
গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশ করা একটি চিঠিতে ইরান বলেছে, সিনেটর গ্রাহামের বক্তব্য ছিল অত্যন্ত বিদ্বেষমূলক এবং বিরক্তিকর। তিনি তার বক্তব্যের মধ্যদিয়ে মূলত ইহুদিবাদী ইসরাইলকে ইরানের বিজ্ঞানীদের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রাখার সবুজ সঙ্কেত দিয়েছেন। এই ধরনের উসকামূলক বক্তব্য ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করা হয়েছে ওই চিঠিতে।

গত মাসের মাঝামাঝি দিকে লিন্ডসে গ্রাহাম ইসরাইল সফরে গিয়ে বলেছিলেন, “পরমাণু শক্তিধর ইরানের সঙ্গে বসবাস করতে পারে না ইহুদি জনগোষ্ঠী এবং ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যা করা প্রয়োজন, ইসরাইল তাই করবে বলে তার বিশ্বাস।”
লিন্ডসে গ্রাহাম অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় আরো বলেছিলেন, "ইরানের অনেক বিজ্ঞানী দুর্ঘটনায় পড়েছে এবং আমরা আশা করি এ ধরনের আরো দুর্ঘটনা আসতেই থাকবে।"
এ কথার মধ্যদিয়ে মার্কিন এই উগ্রবাদী সিনেটর ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী হত্যার দিকে ইঙ্গিত করেছেন। এসব হত্যাকাণ্ডের সঙ্গে ইহুদিবাদী ইসরাইল জড়িত বলেই ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।#
পার্সটুডে/এসআইবি/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।