জাতিসংঘের ইউক্রেন সংক্রান্ত প্রস্তাবের তীব্র সমালোচনা করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i104656-জাতিসংঘের_ইউক্রেন_সংক্রান্ত_প্রস্তাবের_তীব্র_সমালোচনা_করল_ইরান
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে তার তীব্র সমালোচনা করেছে ইরান। বুধবার রাতে পাস হওয়া ওই প্রস্তাবের ভোটাভুটিতে ইরান ও বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশ অংশ নেয়নি। প্রস্তাবটিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের নিন্দা জানিয়ে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ০৩, ২০২২ ০৮:৪৮ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে তার তীব্র সমালোচনা করেছে ইরান। বুধবার রাতে পাস হওয়া ওই প্রস্তাবের ভোটাভুটিতে ইরান ও বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশ অংশ নেয়নি। প্রস্তাবটিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের নিন্দা জানিয়ে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটিতে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের কোনো বাস্তব উপায় বাতলে দেয়া হয়নি এবং এটিতে নিরপেক্ষ মনোভাবও বজায় রাখা হয়নি। তিনি আরো বলেন, ইরান গভীর উদ্বেগের সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত পর্যবেক্ষণ করছে।

১৯৩ সদস্য দেশের পরিষদে ওই প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে ১৪১ দেশ

বুধবার পরিষদের জরুরি অধিবেশনে পাস হওয়া এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ব্রাজিল, আলজেরিয়া, বলিভিয়া, চীন, কিউবা, ইরাক ও কাজাখস্তানসহ ৩৫টি দেশ। অন্যদিকে, ১৯৩ সদস্য দেশের পরিষদে ওই প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে ১৪১ দেশ। আর বিপক্ষে ভোট পড়েছে রাশিয়াসহ ৫ দেশের। বাকি দেশগুলো হলো- বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া। ১৪১ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এটি তৈরিতে অংশগ্রহণ করেছে ৮০টির মতো দেশ।

এ সম্পর্কে ইরানর স্থায়ী প্রতিনিধি বলেন, জাতিসংঘের সবগুলো সদস্যদেশ এই প্রস্তাব তৈরির কাজে অংশ নেয়ার সুযোগ পায়নি। তিনি বলেন, ইরান বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি সকল বেসামরিক নাগরিকের জীবন ও সম্পদ রক্ষা করার আহ্বান জানায়।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।