ভিয়েনা সংলাপের ভবিষ্যৎ এখন স্পষ্ট নয়: শামখানি
https://parstoday.ir/bn/news/iran-i104910
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে দেরি করার কারণে এখনো পর্যন্ত ভিয়েনা আলোচনার ভবিষ্যৎ ও সম্ভাব্য চুক্তির বিষয়টি পরিষ্কার নয়। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ০৭, ২০২২ ২০:৩৭ Asia/Dhaka
  • আলী শামখানি
    আলী শামখানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে দেরি করার কারণে এখনো পর্যন্ত ভিয়েনা আলোচনার ভবিষ্যৎ ও সম্ভাব্য চুক্তির বিষয়টি পরিষ্কার নয়। 

তিনি বলেন, ভিয়েনা আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখনো সুস্পষ্ট হয় নি। এ ধরনের চুক্তির আগে ইরানের পরমাণু আলোচক দলকে আরো বেশ কিছু সমস্যার সমাধান করতে হবে যা ইরানের কাছে রেড লাইন বলে বিবেচিত হয়। আলী শামখানি আরো বলেন, দ্রুত একটি ভালো চুক্তিতে পৌঁছানোর জন্য সব পক্ষকে নতুন উদ্যোগ নিতে হবে

আজ (সোমবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেনএর আগে তিনি বলেছিলেন, ইরানের জনগণের স্বার্থ নিশ্চিত করার বিষয়টি এই চুক্তির ক্ষেত্রে রেড লাইন বলে গণ্য

প্রায় এক বছর ধরে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে ভিয়েনায় আলোচনা চলছে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং ইরানের ওপর থেকে মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্য নিয়ে এই আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত দুই পক্ষ পৌঁছাতে পারে নি#

পার্সটুডে/এসআইবি/৭