মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ; সৌদি আরবের বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান
(last modified Thu, 10 Mar 2022 00:57:18 GMT )
মার্চ ১০, ২০২২ ০৬:৫৭ Asia/Dhaka
  • নাসের কেনানি চাফি
    নাসের কেনানি চাফি

ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে সৌদি আরব যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।কায়রোয় ইরানের স্বার্থ রক্ষাকারী দপ্তরের প্রধান কর্মকর্তা নাসের কেনানি চাফি বলেছেন, ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সৌদি আরব নিজের কিংবা আঞ্চলিক কোনো সমস্যার সমাধান করতে পারবে না।

এর আগে মিশরে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আল-আখবার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরানকে অভিযুক্ত করেন।

এর প্রতিক্রিয়ায় কেনানি চাফি আরো বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংবিধানের মূলভিত্তি। তবে একইসঙ্গে এই সংবিধানে বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার কথা বলা হয়েছে।

ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেন, তার দেশ দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে সংগ্রামে নির্যাতিত ফিলিস্তিনি জাতির পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মন করে। এছাড়া, এই সংগ্রামে লেবানন ও ফিলিস্তিনের মতো সরকারগুলোকে ইরান সার্বিক সহযোগিতা দিচ্ছে এসব সহযোগিতার সুফলও নির্যাতিত ফিলিস্তিনি জাতি পেয়েছে।

কায়রোয় ইরানের স্বার্থ রক্ষাকারী দপ্তরের প্রধান কর্মকর্তা ইয়েমেন প্রসঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ইয়েমেন পরিস্থিতির শোচনীয় অবনতির জন্য তেহরান মোটেই দায়ী নয় বরং একটি মুসলিম দেশের ওপর সৌদি আরবের গত সাত বছরের অনৈতিক ও অবৈধ আগ্রাসনের কারণে দারিদ্রপীড়িত ইয়েমেন আজ মানবিক বিপর্যয়ের সম্মুখীন।

মিশরের সঙ্গে ইরানের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটিতে ইরানের স্বার্থ রক্ষাকারী একটি দপ্তর রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ