আয়াতুল্লাহ মোহাম্মদী রেইশাহরির দাফন সম্পন্ন
মার্চ ২৪, ২০২২ ২০:৩৭ Asia/Dhaka
-
আয়াতুল্লাহ মোহাম্মদী রেইশাহরির দাফন সম্পন্ন
আজ বিকালে মরহুম আয়াতুল্লাহ মোহাম্মদী রেইশাহরির দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম একজন আলেম ছিলেন।
তিনি ছিলেন সর্বোচ্চ নেতার বিশেষ প্রতিনিধি এবং হযরত শাহ আবদুল আজিম হাসানী (রহ.)'র মাজারের প্রধান পৃষ্ঠপোষক। তিনি ছিলেন ইরানের সাবেক গোয়েন্দা মন্ত্রী। আয়াতুল্লাহ মোহাম্মদী রেইশাহরি ২১ মার্চ সোমবার তেহরানের খাতাম আল-আম্বিয়া হাসপাতালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নেন। মরহুম আয়াতুল্লাহ রেইশাহরীর বয়স হয়েছিল ৭৬ বছর।#
পার্সটুডে/আবুসাঈদ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ