ইসলামি জিহাদ আন্দোলনের বিবৃতি
শহীদ নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান ইসরাইলের অস্তিত্বের সংকট ফুটিয়ে তুলেছে
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বিশাল দাফন অনুষ্ঠান প্রতিরোধ ফ্রন্টের শক্তিমত্তা জানান দেয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্বের সংকট ফুটিয়ে তুলেছে।
গতকাল (রোববার) হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও তার উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠান শেষে ইসলামি জিহাদ এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়, ইসরাইল বিরোধী প্রতিরোধ কেবল একটি অভিমত নয় বরং জাতির চেতনায় গভীরভাবে প্রোথিত একটি পথ। এতে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি শহীদ নাসরুল্লাহ ও শহীদ সাফিউদ্দিনের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।
ইসলামি জিহাদ আন্দোলনের বিবৃতিতে বলা হয়, এই মহান শহীদদের রক্ত প্রতিরোধ যোদ্ধাদের মনোবল দৃঢ় করেছে এবং তাদেরকে ইহুদিবাদীদের জবরদখল থেকে ফিলিস্তিনি ভূমি মুক্ত করতে দৃঢ়প্রত্যয়ী করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, শহীদ নাসরুল্লাহ ও তার অনুসারীরা জেরুজালেম আল-কুদস মুক্ত করার সংকল্প থেকে কখনও সরে যাননি এবং তারা ফিলিস্তিনিদের অধিকার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি ছিলেন না।
গতকাল (রোববার) লেবাননের রাজধানী বৈরুতে সাইয়্যেদ নাসরুল্লাহ ও সাইয়্যেদ সাফিউদ্দিনের জানাযা ও দাফন অনুষ্ঠানে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করেন।
সমবেত জনতার উদ্দেশে দেয়া ভাষণে হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন বলে মন্তব্য করেছেন সংগঠনের বর্তমান মহাসচিব শেখ নাঈম কাসেম। তিনি শহীদ মহাসচিবের ভূয়সী প্রশংসা করে বলেছেন, হিজবুল্লাহ সব ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে অবিচলতার সঙ্গে নিজের পথচলা অব্যাহত রাখবে।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।