মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহ গোটা অঞ্চলের স্বার্থে পরিবর্তিত হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i105678-মধ্যপ্রাচ্যের_ঘটনাপ্রবাহ_গোটা_অঞ্চলের_স্বার্থে_পরিবর্তিত_হচ্ছে_ইরান
মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহ লেবাননসহ গোটা অঞ্চলের স্বার্থে পরিবর্তিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি গতকাল (শুক্রবার) বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।সাক্ষাতে ইরান-লেবানন দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৬, ২০২২ ০৭:১০ Asia/Dhaka
  • শুক্রবার বৈরুতে লেবানের প্রেসিডেন্টের (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    শুক্রবার বৈরুতে লেবানের প্রেসিডেন্টের (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহ লেবাননসহ গোটা অঞ্চলের স্বার্থে পরিবর্তিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি গতকাল (শুক্রবার) বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।সাক্ষাতে ইরান-লেবানন দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লেবানন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং সুখে-দুঃখে বন্ধুপ্রতীম এই দেশটির পাশে রয়েছি।তিনি বলেন, লেবাননের চলমান কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য বৈরুতকে সম্ভাব্য সবরকম সহযোগিতা দিতে তেহরান প্রস্তুত রয়েছে।, মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে আব্দুল্লাহিয়ান বলেন, আমরা মনে করছি পরিবর্তিত পরিস্থিতিতে লেবাননসহ গোটা মধ্যপ্রাচ্যের স্বার্থ রক্ষিত হবে।

সাক্ষাতে লেবাননের প্রেসিডেন্ট তার দেশের চলমান অর্থনৈতিক সমস্যার কথা তুলে ধরে বলেন, মধ্যপ্রাচ্যে যেকোনো সমস্যা তৈরি হলে তাতে লেবাননের ক্ষতি হয় এবং লেবাননের যেকোনো সমস্যাও মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান আলোচনার সফলতা কামনা করেন।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।