ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে সংলাপ
আলোচনা সমাপ্তির কাছাকাছি থাকলেও অমীমাংসিত বিষয় রয়ে গেছে: ইরান
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতার সম্ভাব্য পুনরুজ্জীবনের আলোচনা সমাপ্তির কাছাকাছি রয়েছে। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘কিছু অতি গুরুত্বপূর্ণ’ বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে যার মীমাংসা আমেরিকার সদিচ্ছার ওপর নির্ভর করছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান সংলাপের প্রতি ইঙ্গিত করে তিনি একথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান কর্মকর্তা এনরিক মোরার তেহরান সফরের কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক টক-শো অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, যেকোনো সম্ভাব্য চুক্তি কোনো অবস্থাতেই ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার গঠনকাঠামোর বাইরে গিয়ে হবে না।
২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নিলে এটি নিয়ে চলমান অচলাবস্থা দেখা দেয়।

আব্দুল্লাহিয়ান শনিবার রাতে সম্প্রচারিত ওই টক-শোতে আরো বলেন, ভিয়েনা সংলাপের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এনরিক মোরা তেহরান সফরে আসছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা আলোচনায় আমেরিকার পক্ষ থেকে অত্যধিক দাবি-দাওয়া উত্থাপনের কারণে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে দেরি হচ্ছে। তিনি আরো জানান, ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে ভিয়েনা সংলাপে তার দেশের প্রধান দাবি। বিশেষ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও এটিকে আমেরিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকা থেকে বাদ দেয়ার প্রশ্নে তেহরান কোনো ছাড় দেবে না বলে তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।