নতুন নিষেধাজ্ঞা আমেরিকার অশুভ ইচ্ছার প্রমাণ: ইরান
-
খাতিবজাদে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, নতুন নিষেধাজ্ঞাই প্রমাণ করে আমেরিকার সদিচ্ছা নেই, তারা ইরানি জনগণের বিষয়ে অশুভ ইচ্ছা পোষণ করে।
গতরাতে (বুধবার রাতে) মার্কিন সরকার ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় খাতিবজাদে আজ আরও বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবেই নতুনকরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে আমেরিকার বাইডেন সরকার সদিচ্ছার কথা বললেও বাস্তবে সুযোগ পেলেই ইরানের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে এবং ইরানি জনগণের ওপর চাপ বাড়াচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে বলছে তারা পরমাণু সমঝোতায় দেওয়া সব প্রতিশ্রুতি পালন করতে রাজি আছে, আবার অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘন করছে।
আমেরিকা এমন সময় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যখন ক'দিন আগেই মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা ভিয়েনা আলোচনার ভিত্তিতে বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন।
ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আলোচনায় তেহরান সদিচ্ছার প্রমাণ দিলেও পশ্চিমা দেশগুলো বিশেষকরে আমেরিকা নানা তালবাহানা করে যাচ্ছে।#
পার্সটুডে/এসএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।