এপ্রিল ০২, ২০২২ ১৯:০৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ মোহাম্মাদ হোসেইনি
    সাইয়্যেদ মোহাম্মাদ হোসেইনি

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মাদ হোসেইনি।

তিনি আজ (শনিবার) এক টুইটার বার্তায় বলেছেন, 'পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন তার জীবন হুমকির মুখে। পাকিস্তান ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণে বাধা দেওয়ায় আমেরিকা তার সরকারকে উৎখাতের হুমকি দিয়েছে।'

ইরানের সংসদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আমেরিকার কথিত গণতন্ত্রের গুন-কীর্তনকারী পাশ্চাত্যপন্থীদের প্রশ্ন করে বলেন, আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই বলদর্পি আচরণকে কীভাবে ব্যাখ্যা করবেন?

পাকিস্তান সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে সম্প্রতি দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। সেখানে পাকিস্তানে এ মুহূর্তে আলোড়ন সৃষ্টি করা একটি হুমকির চিঠি নিয়ে কথা বলেন তিনি। একপর্যায়ে তিনি বলেন, ওই চিঠির পেছনে আমেরিকার হাত রয়েছে।

ইমরান খানে এর আগে আমেরিকার দ্বিমুখী নীতির নীতির সমালোচনা করে বলেছিলেন, পাকিস্তান একটি মুসলিম দেশ, এই দেশটি কারো দাস নয়।#   

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ