মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i106232-মুসলমানদের_মধ্যে_বিভেদ_সৃষ্টির_সুযোগ_দেওয়া_যাবে_না_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ দেওয়া উচিত নয়। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০২২ ১৫:৫৩ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ দেওয়া উচিত নয়। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।

ইরানের মাশহাদে পবিত্র মাজারে তিন আলেমকে ছুরিকাঘাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, এটা নিশ্চিত এই ঘটনাও ঘটেছে মার্কিন প্রভাবিত উগ্র তাকফিরির মাধ্যমে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, উপনিবেশবাদী ও মুনাফিকরা সাম্প্রদায়িক ও মাজহাবগত বিষয়কে অপব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালায়। তারা এই প্রক্রিয়ায় প্রতিবেশীদের সঙ্গে ইরানের বিরোধ সৃষ্টি করতে চায়। বিভেদ সৃষ্টি করে ফায়দা লুটে নেয়া হলো উপনিবেশবাদীদের একটি পুরনো কৌশল।

ইব্রাহিম রায়িসি বলেন, যারা হতাহত হয়েছেন তারা মাশহাদে সংগ্রামী ও নিবেদিত আলেম হিসেবে পরিচিত।

গতকাল (মঙ্গলবার) বিকেলে ইরানের মাশহাদ শহরে ইমাম রেজা (আ.)'র পবিত্র মাজারে তিন আলেমকে ছুরিকাঘাত করে এক ব্যক্তি। এর ফলে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও মাজারের নিরাপত্তা ইউনিটের সহযোগিতায় হামলাকারীকে আটক করা সম্ভব হয়েছে। তাকে নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের হেফাজতে রাখা হয়েছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।