ইরানের মোকাবেলায় কূটনীতিই শ্রেয়: মার্কিন, ফরাসি, জার্মান ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 07 Apr 2022 14:35:34 GMT )
এপ্রিল ০৭, ২০২২ ২০:৩৫ Asia/Dhaka

ইরানের পরমাণু সমঝোতার শরিক তিন ইউরোপীয় দেশ ও মার্কিন সরকারের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন তেহরানের মোকাবেলায় কূটনৈতিক পন্থাই সবচেয়ে সুফলদায়ক! – তাদের এই বক্তব্য বা মন্তব্য প্রচার করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়। 

মার্কিন পররাষ্ট্র বিভাগ থেকে গতকাল (বুধবার) এ বিষয়ে বলেছে, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন ব্রাসেলসে ইরানের পরমাণু বিষয়ে কথা বলেছেন। তেহরান কখনও যাতে পরমাণু বোমা অর্জন করতে না পারে সে বিষয়ে এই চার দেশের অভিন্ন প্রতিজ্ঞার কথা তুলে ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, সব পক্ষ যাতে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের পর্যায়ে ফিরে যেতে পারে সে জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানোই যে সবচেয়ে সুফলদায়ক সে বিষয়ে চার পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন!

ইসলামী প্রজাতন্ত্র ইরান সব সময়ই তার পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করে আসছে এবং এ কর্মসূচির সামরিক কোনো দিক থাকার ব্যাপারে পাশ্চাত্যের দাবিকে বানোয়াট ও ভিত্তিহীন বলে নাকচ করে আসছে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সুর মিলিয়েই পাশ্চাত্য এ ধরনের ভিত্তিহীন দাবি করে থাকে। 

আসলে মার্কিন সরকার ও তার পশ্চিমা মিত্ররা আলোচনার টেবিলে ইরানের ওপর ওয়াশিংটনের দাবিগুলো চাপিয়ে দেয়ার লক্ষ্যেই ইরানের বিরুদ্ধে প্রচার-যুদ্ধ বা মনস্তাত্ত্বিক চাপের অংশ হিসেবে নানা ভিত্তিহীন দাবি প্রচার করে আসছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এর আগে এনবিসি নিউজ চ্যানেলকে বলেছেন, একটি সমঝোতায় পৌছার জন্য সমগ্র চেষ্টা সত্ত্বেও তাতে সফল হবার ব্যাপারে তিনি এখনও নিশ্চিত নন বরং সন্দিহান। 

এটা স্পষ্ট ভিয়েনায় পরমাণু সংলাপ এখনও কোনো চূড়ান্ত সমঝোতার পর্যায়ে উপনীত না হওয়ার দায় মার্কিন সরকার ইরানের ওপর চাপিয়ে দিতে চাইছে। অথচ ইরান তার সব দাবি-দাওয়া স্পষ্টভাবে উল্লেখ করে আসছে এবং বাইডেন সরকারই ইরানের এইসব যৌক্তিক দাবির কোনো ইতিবাচক জবাব দিতে ইচ্ছুক নয় অথবা সে ধরনের সক্ষমতাও এই সরকারের নেই।

দৃশ্যত এ পর্যায়ে মার্কিন সরকার ও তার ইউরোপীয় শরিকরা  ইরানের ওপর চাপ জোরদারের নীতি গ্রহণ করেছেন এবং এরই অংশ হিসেবে তারা এই হুমকি প্রচার করছে যে প্রয়োজনে তারা ইরানের ব্যাপারে বিকল্প দৃশ্যপট তৈরি করতে প্রস্তুত রয়েছে! অথচ বাস্তবতা হল ইরানের পরমাণু সমঝোতা থেকে ট্রাম্প সরকারের বেরিয়ে যাওয়ার পর থেকে তেহরানের বিরুদ্ধে পাশ্চাত্যের সব ধরনের ব্যবস্থা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ও পশ্চিমা দাবি দাওয়া আদায়ের প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে। 

ইরান পরমাণু ক্ষেত্রে আবারও অগ্রগতির ধারায় ফিরে আসায় বাইডেন সরকার ইরানের ব্যাপারে পরোক্ষ আলোচনার ও পরমাণু সমঝোতার দিকে ফিরে আসার বর্তমান নীতি গ্রহণে বাধ্য হয়েছে। অবশ্য মার্কিন সরকার এখনও ইরানকে সর্বনিম্ন সুবিধা দিয়ে সর্বোচ্চ ছাড় আদায়ের আশা করছে। 

ইরান বলে আসছে ইসলামী এই দেশটির ওপর চাপিয়ে দেয়া সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং এ বিষয়টি পরীক্ষা করার সুযোগ দেয়াসহ আবারও চুক্তি থেকে বেরিয়ে না যাওয়ার বিষয়ে তেহরানকে গ্যারান্টিও দিতে হবে। ইরান তার যৌক্তিক দাবিদাওয়ার ব্যাপারে পিছু হটবে না এবং মার্কিন সরকারের কোনো অযৌক্তিক ও নতুন দাবির কাছে নতজানু হবে না বলেও ঘোষণা করে আসছে। মার্কিন সরকার বাস্তবসম্মত আচরণ করলেই আবারও পরমাণু বিষয়ে সমঝোতা হওয়া সম্ভব বলে ইরান উল্লেখ করে আসছে। #

পার্সটুডে/এমএএইচ/৭
 

ট্যাগ