জয়ের সম্ভাবনা নেই জেনেও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কেন: সৌদিকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i106552-জয়ের_সম্ভাবনা_নেই_জেনেও_যুদ্ধ_চালিয়ে_যাচ্ছেন_কেন_সৌদিকে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ভিয়েনায় তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সঠিক পথে এগুচ্ছে। তিনি আরো বলেছেন, এ আলোচনায় এখন পর্যন্ত ইরান আমেরিকার অত্যধিক চাহিদা প্রতিহত করেছে এবং সামনের দিনগুলোতেও এসব চাহিদা মেনে নেবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৩, ২০২২ ০০:০৫ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ভিয়েনায় তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সঠিক পথে এগুচ্ছে। তিনি আরো বলেছেন, এ আলোচনায় এখন পর্যন্ত ইরান আমেরিকার অত্যধিক চাহিদা প্রতিহত করেছে এবং সামনের দিনগুলোতেও এসব চাহিদা মেনে নেবে না।

তিনি গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিসহ দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ইফতার মাহফিলপূর্ব এক বৈঠকে একথা বলেন।

তবে তিনি ভিয়েনায় ফলাফল পাওয়ার আশায় বসে না থেকে দেশের সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধান করার আহ্বান জানিয়ে বলেন, পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় ইতিবাচক বা নেতিবাচক যে ফলই আসুক না কেন তা যেন দেশের উন্নতি ও অগ্রগতির পথে অন্তরায় সৃষ্টি না করে।

ইফতারপূর্ব বৈঠকে ইরানের তিন বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন

ইয়েমেন যুদ্ধ

ভাষণের অন্য অংশে আয়াতুল্লাহ খামেনেয়ী সৌদি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইয়েমেনি জনগণের ভূয়সী প্রশংসা করেন।

ইয়েমেনের ওপর আগ্রাসন বন্ধ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যখন উপলব্ধি করেছেন যে, এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় তখন এ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কেন? এর পরিবর্তে ভিন্ন কোনো উপায় বের করে ইয়েমেন থেকে সরে পড়ুন। ইরানের সর্বোচ্চ নেতা জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির প্রশংসা করেন।

ফিলিস্তিন

দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ইফতারপূর্ব বৈঠকে সর্বোচ্চ নেতা ফিলিস্তিন প্রসঙ্গেও বক্তব্য রাখেন।ইহুদিবাদী ইসরাইলে ফিলিস্তিনি যোদ্ধাদের সাম্প্রতিক বীরোচিত অভিযানগুলোতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ফিলিস্তিন হচ্ছে জীবন্ত ইস্যু। শত্রুদের ইচ্ছার বিপরীতে প্রতিদিনই এই ইস্যুটি বড় আকার ধারণ করছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, এভাবে চলতে থাকলে আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনি জনগণ তাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করবেই।#

পার্সটুডে/এসএ/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।