সুইডেনে পবিত্র কুরআন অবমাননা: তীব্র নিন্দা জানাল ইরান
(last modified Sun, 17 Apr 2022 09:07:32 GMT )
এপ্রিল ১৭, ২০২২ ১৫:০৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ডেনমার্কের একজন উগ্র ডানপন্থি নেতা সুইডেনের লিংকুইং শহরে পুলিশি পাহারায় জনসমক্ষে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন দেয়ার পর ইরান এ নিন্দা জানাল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (রোববার) তেহরানে বলেছেন, সুইডিশ পুলিশের প্রকাশ্য মদদ নিয়ে ডেনমার্কের এক উগ্র বর্ণবাদী নেতা মহান আল্লাহর বাণীতে আগুন ধরানোর যে ধৃষ্টতা দেখিয়েছে তেহরান তার তীব্র নিন্দা জানাচ্ছে।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে পূর্ব পরিকল্পিতভাবে কুরআন মজিদের অবমাননা করে সুইডেনসহ গোটা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে। তিনি এই অবমাননাকর পদক্ষেপকে বাক স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থি এবং ইসলাম বিদ্বেষী ঘৃণা ছড়িয়ে দেওয়ার অপকৌশল বলে মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সৃষ্টিকর্তায় বিশ্বাসী প্রতিটি ধর্মের মানুষের উচিত ধর্ম অবমাননকার এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়া। তিনি এ ব্যাপারে সুইডিশ সরকারকে জবাবদিহী করা আহ্বান জানান। খাতিবজাদে বলেন, কুরআন অবমাননাকারী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে; কারণ তাকে প্রতিহত করতে না পারলে এ ধরনের ন্যক্কারজনক ও কুরুচিপূর্ণ কাজের পুনরাবৃত্তি হতেই থাকবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইউরোপের একটি দেশে এ ধরনের জঘন্য ঘটনা ঘটার ফলে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করার প্রয়োজনীয়তা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেড়ে গেছে। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ