আফগানিস্তানে নিরাপত্তা জোরদারে সহযোগিতার প্রস্তাব দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i107024-আফগানিস্তানে_নিরাপত্তা_জোরদারে_সহযোগিতার_প্রস্তাব_দিল_ইরান
আফগানিস্তানের বিভিন্ন স্কুল ও মসজিদে একের পর এক হামলার ঘটনার পর সেদেশের জনগণের নিরাপত্তা রক্ষায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইরান।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ২৩, ২০২২ ১৭:০৩ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

আফগানিস্তানের বিভিন্ন স্কুল ও মসজিদে একের পর এক হামলার ঘটনার পর সেদেশের জনগণের নিরাপত্তা রক্ষায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইরান।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেনে, আফগান জনগণের বিরুদ্ধে একের এক এক হামলার ঘটনা আফগানিস্তানসহ গোটা অঞ্চলের জন্যই হুমকি।

তিনি আফগানিস্তানের মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তালেবান সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করা আফগানিস্তানের তালেবান সরকারের দায়িত্ব।

তবে তাকফিরি সন্ত্রাসী মোকাবেলায় ইরান নিজের সক্ষমতা কাজে লাগিয়ে দেশটির নিরাপত্তা জোরদারে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে। একইসঙ্গে কয়েকটি সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসা সেবা দিতেও তেহরান আগ্রহী। 

গত কয়েক দিনে আফগানিস্তানে তাকফিরি সন্ত্রাসীরা কাবুল, মাজার শরিফ এবং কুন্দুজসহ বিভিন্ন স্থানে স্কুল ও মসজিদে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এর ফলে নারী ও শিশু সহ বহু শিয়া ও সুন্নি মুসলমান নিহত হয়েছেন।# 

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।