'ইসরাইলিদের অপরাধ ধামাচাপা দিতেই আল-জাজিরার সাংবাদিক হত্যা'
https://parstoday.ir/bn/news/iran-i107864
ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের চলমান দমন অভিযান বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে যাওয়ার ভয়ে ইসরাইলি বাহিনী আল-জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১৩, ২০২২ ০৬:০১ Asia/Dhaka
  • প্রেস ভেস্ট পরা অবস্থায় শিরিনের মুখে গুলি করা হয় যা তার মাথা ভেদ করে বেরিয়ে যায়
    প্রেস ভেস্ট পরা অবস্থায় শিরিনের মুখে গুলি করা হয় যা তার মাথা ভেদ করে বেরিয়ে যায়

ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের চলমান দমন অভিযান বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে যাওয়ার ভয়ে ইসরাইলি বাহিনী আল-জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা বুধবার (১১ মে) জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হানা দিয়ে দায়িত্ব পালনরত আল-জাজিরার নারী সাংবাদিক শিরিন আবু-আকলাকে মাথায় গুলি করে হত্যা করে। নিহত হওয়ার সময় শিরিনের শরীরে ‘প্রেস’ লেখা পোশাক থাকা সত্ত্বেও বর্বর ইসরাইলি সেনারা তার মুখমণ্ডল লক্ষ্য করে গুলি চালায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

আব্দুল্লাহিয়ান তার টুইটার পোস্টে লিখেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি বাহিনীর পাশবিক অপরাধযজ্ঞ ধামাচাপা দিতে শিরিন আবু-আকলাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এ থেকে বোঝা যায়, ফিলিস্তিনিদের ওপর চলমান দমন অভিযান বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে যাওয়ার ভয়ে ইহুদিবাদীরা সন্ত্রস্ত হয়ে পড়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো লিখেছেন, দখলদাররা ধ্বংস হবে এবং ফিলিস্তিন বেঁচে থাকবে। তিনি ইসরাইলিদেরকে জবাবদিহীতা ও বিচারের আওতায় আনার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।