ভালো দামে ব্যাপক হারে ইরানের তেল রপ্তানি চলছে: পেট্রোলিয়াম মন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i108122-ভালো_দামে_ব্যাপক_হারে_ইরানের_তেল_রপ্তানি_চলছে_পেট্রোলিয়াম_মন্ত্রী
ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, তার দেশের তেল ভালো দামে ব্যাপকভাবে রপ্তানি করা হচ্ছে। ইরানের তেলখাতের ওপর যখন আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা চলছে তখন এ খবর দিলেন ওউজি। তিনি আরো বলেছেন, নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের বিনিময়ে ল্যাতিন আমেরিকার দেশগুলোতে ইরানি তেল রপ্তানির চুক্তি হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৯, ২০২২ ০৭:২২ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি
    ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি

ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, তার দেশের তেল ভালো দামে ব্যাপকভাবে রপ্তানি করা হচ্ছে। ইরানের তেলখাতের ওপর যখন আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা চলছে তখন এ খবর দিলেন ওউজি। তিনি আরো বলেছেন, নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের বিনিময়ে ল্যাতিন আমেরিকার দেশগুলোতে ইরানি তেল রপ্তানির চুক্তি হয়েছে।

তেল ইরানের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাত হলেও বিগত মার্কিন সরকারের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে এদেশের তেল রপ্তানি মারাত্মকভাবে কমে যায়।কিন্তু সাম্প্রতিক সময়ে নানা কৌশলে ইরান ওই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেল রপ্তানি বহুগুণে বাড়িয়ে দিয়েছে।  

তেলমন্ত্রী ওউজি বুধবার তেহরানে আরো বলেন, রাশিয়ার জ্বালানি খাতের ওপর পাশ্চাত্যের সাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপের পর বাকি তেল রপ্তানিকারক দেশগুলো রাশিয়ার বাজার ধরার চেষ্টা করছে। তিনি বলেন, ইরান আগের তেল ক্রেতাদের ধরে রেখে নতুন নতুন ক্রেতা খোঁজার কাজ করে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে নানা কৌশলে ইরান ওই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেল রপ্তানি বহুগুণে বাড়িয়ে দিয়েছে

ইরানের তেল রপ্তানি কমিয়ে দিতে রাশিয়া তেল বিক্রি বাড়িয়ে দিয়েছে বলে যে গুজব চলছে তার প্রতিক্রিয়ায় জাওয়াদ ওউজি বলেন, রাশিয়া কম দামে তেল বিক্রি করার চেষ্টা করছে ঠিকই কিন্তু সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে তেলের নতুন ক্রেতা খুঁজে পেতে তাকে বেশ বেগ পেতে হবে।

ইরানের তেলমন্ত্রী ল্যাতিন আমেরিকার কয়েকটি দেশে তার সাম্প্রতিক ১০ দিনব্যাপী সফর প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, এ সফরে বেশ কয়েকটি দেশে তেল রপ্তানি বৃদ্ধির চুক্তি হয়েছে। এসব চুক্তিতে তেলের বিনিময়ে নগদ অর্থ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্য দেবে এসব দেশ।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।