মে ২৯, ২০২২ ০৬:০৩ Asia/Dhaka
  • ২০১৬ সালে সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা অভিযান চালায় তুর্কি বাহিনী (ফাইল ছবি)
    ২০১৬ সালে সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা অভিযান চালায় তুর্কি বাহিনী (ফাইল ছবি)

সিরিয়া ও ইরাক সীমান্তে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর ব্যাপারে আঙ্কারাকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, দ্বিপক্ষীয় উত্তেজনা নিরসন করতে গিয়ে আরেকটি দেশের অভ্যন্তরে অনুপ্রবেশ বা সামরিক অভিযানের বিরোধী ইরান।

তিনি শনিবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ইরানের এই সুস্পষ্ট অবস্থান ঘোষণা করেন। খাতিবজাদে বলেন, অন্য দেশের অভ্যন্তরে অভিযান চালালে সেদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘিত হয় এবং এর ফলে সমস্যা নিরসন হওয়ার পরিবর্তে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে 

ইরানের এই মুখপাত্র বলেন, তুরস্ক তার নিরাপত্তা নিয়ে যে উদ্বেগে রয়েছে তা উপলব্ধি করে তেহরান। কিন্তু নিরাপত্তা সমস্যা নিরসন করতে গিয়ে সমস্যাটিকে আরো জটিল না করে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এর সমাধানের চেষ্টা করা উচিত। এক্ষেত্রে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে বলেও খাতিবজাদে ঘোষণা করেন।

তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গেরিলা গোষ্ঠী পিকেকের সদস্যরা সিরিয়া ও ইরাকে শক্ত ঘাঁটি গেড়েছে বলে অভিযোগ করছে আঙ্কারা। এই অভিযোগে তুরস্ক প্রায়ই ইরাকের অভ্যন্তরে বিমান হামলা চালায়। এদিকে, গত সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা করেন সিরিয়ার সঙ্গে তার দেশের সীমান্তে ৩০ কিলোমিটার দীর্ঘ নিরাপদ অঞ্চল গঠন করার লক্ষ্যে সেখানে অবস্থানরত বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাবে তার দেশ।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ