আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা:
আইএইএ একটি সংস্থা হিসেবে স্বাধীনতা পরিপূর্ণভাবে হারিয়েছে: রেজা সালিমি
-
রাফায়েল গ্রোসি (বামে) রেজা সালিমি
ইরানের সংসদের বোর্ড অব ডিরেক্টর্সের সদস্য বলেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ ইহুদিবাদী ইসরাইলের সৈনিকে পরিণত হয়েছে।
আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসি গত বৃহস্পতিবার সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকের প্রাক্কালে ইসরাইল সফর করেন। ওই সফরে তিনি ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ সময় ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে মিথ্যা দাবি তোলেন। একই দাবি তিনিও উত্থাপন করেন। গ্রোসি ইহুদিবাদী নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে শুক্রবার ভিয়েনায় ফিরে আসেন।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইরানি সংসদের পরিচালনা পরিষদের সদস্য হুজ্জাতুল ইসলাম আলি রেজা সালিমি বলেছেন: বেনেটের সঙ্গে পরামর্শ করার জন্য গ্রোসির ইসরাইল সফরের মানে হলো আইএইএ'র মহাপরিচালক এখন ইহুদিবাদী ইসরাইলের কর্মচারীতে পরিণত হয়েছে। আইএইএ এখন তার স্বাধীনতা পরিপূর্ণভাবে হারিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
জনাব সালিমি বলেন: আইএইএ'র ইতিহাসে সবচেয়ে বেশি পরিদর্শন করা হয়েছে ইরানের পরমাণু স্থাপনা। কিন্তু তারা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে বিচ্যুতির কোনো প্রমাণ দেখতে পায় নি। অথচ দু:খজনকভাবে অবৈধ রাষ্ট্র ইসরাইলি প্রধানমন্ত্রীর মিথ্যা দাবি প্রত্যয়ন করছে আইএইএ।
পার্সটুডে/এনএম/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।