ইরান আবার উন্নত সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস ঢোকানো শুরু করেছে
https://parstoday.ir/bn/news/iran-i109054-ইরান_আবার_উন্নত_সেন্ট্রিফিউজে_ইউরেনিয়াম_গ্যাস_ঢোকানো_শুরু_করেছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অফ গভর্নর্সের বৈঠকে আমেরিকা ও ইউরোপের তিন দেশের তোলা প্রস্তাব পাস হওয়ার পর ইরান পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। এর অংশ হিসেবে উন্নত সেন্ট্রিফিউজগুলোতে ইরান ইউরেনিয়াম গ্যাস ঢোকানো শুরু করেছে এবং আইএইএ'র পক্ষ থেকে ইরানের পরমাণু স্থাপনাগুলো নজরদারির জন্য যে সমস্ত ক্যামেরা বসানো হয়েছিল সেগুলো বিচ্ছিন্ন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১০, ২০২২ ১৮:২৫ Asia/Dhaka
  • ইরানেরে উন্নত সেন্ট্রিফিউজ
    ইরানেরে উন্নত সেন্ট্রিফিউজ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অফ গভর্নর্সের বৈঠকে আমেরিকা ও ইউরোপের তিন দেশের তোলা প্রস্তাব পাস হওয়ার পর ইরান পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। এর অংশ হিসেবে উন্নত সেন্ট্রিফিউজগুলোতে ইরান ইউরেনিয়াম গ্যাস ঢোকানো শুরু করেছে এবং আইএইএ'র পক্ষ থেকে ইরানের পরমাণু স্থাপনাগুলো নজরদারির জন্য যে সমস্ত ক্যামেরা বসানো হয়েছিল সেগুলো বিচ্ছিন্ন করেছে।

ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিষয়গুলো নিশ্চিত করেছেন। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি গতরাতে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থাকে বলেছেন, "আমরা আইএইএ'র বেশকিছু ক্যামেরা এরইমধ্যে খুলে ফেলেছি এবং আগামীকাল বাকিগুলো খুলে ফেলব।" তিনি জানান আইএইএ'র পক্ষ থেকে ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় ১৭ থেকে ১৮টি ক্যামেরা বসানো হয়েছিল।

আইএইএ’র বোর্ড অফ গভর্নর্সের বৈঠকে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, পরমাণু ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরান আইএইএ-কে প্রয়োজনীয় সহযোগিতা করছে না।

এই প্রস্তাব পাসের পর ইরান কঠোর জবাব দেয়ার ঘোষণা দিয়েছিল এবং তার অংশ হিসেবে উন্নত সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস ঢোকানো শুরু হয়েছে। পাশাপাশি আইএইএ'র নজরদারি ক্যামেরা খুলে ফেলা হয়েছে।

মোহাম্মদ ইসলামি জানান, উন্নত সেন্ট্রিফিউজের গ্যাস ঢোকানো শুরুর পর আইএইএ'র পরিদর্শকরা এসেছেন এবং ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করেছেন। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু তৎপরতা অব্যাহত থাকবে এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে একে সুযোগ হিসেবে ব্যবহার করা হবে।#

পার্সটুডে/এসআইবি/১০