দেশের প্রয়োজন মেটাতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে
https://parstoday.ir/bn/news/iran-i111412-দেশের_প্রয়োজন_মেটাতে_ইরান_ইউরেনিয়াম_সমৃদ্ধকরণ_অব্যাহত_রাখবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, দেশের জনগণের প্রয়োজন মেটানোর জন্য তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। শত শত উন্নত আইআর-১ এবং আইআর-৬ সেন্ট্রিফিউজে গ্যাস ফিডিংয়ের পর বেহরুজ কামালভান্দি এসব কথা বললেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৩, ২০২২ ১৫:১১ Asia/Dhaka
  • বেহরুজ কামালভান্দি
    বেহরুজ কামালভান্দি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, দেশের জনগণের প্রয়োজন মেটানোর জন্য তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। শত শত উন্নত আইআর-১ এবং আইআর-৬ সেন্ট্রিফিউজে গ্যাস ফিডিংয়ের পর বেহরুজ কামালভান্দি এসব কথা বললেন। 

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভিয়েনা সংলাপে অংশ নেয়া পক্ষগুলো ভালোভাবেই জানে যে, মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য ইরানের জাতীয় সংসদে যে আইন পাস করা হয়েছে, তেহরান তা বাস্তবায়ন করতে বাধ্য।

‘স্ট্রাটেজিক আ্যাকশন’ নামের এই আইনের ফলে ইরানের আণবিক শক্তি সংস্থা যেসব কাজ করতে বাধ্য তার মধ্যে একটি হচ্ছে- পরমাণু সমঝোতা পুনর্বহাল না হওয়া পর্যন্ত উন্নত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। জাতীয় সংসদে ওই আইন পাস হওয়ার কারণে ইরান এক হাজার আইআর-৬ সিন্ট্রফিউজে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

বেহরুজ কামালভান্দি আল-মায়াদিন টেলিভিশনকে জানিয়েছেন, ইরান নতুন করে ৫০০ সেন্ট্রিফিউজে গ্যাস ঢোকানোর কাজ শুরু করেছে। বিষয়টি এরইমধ্যে আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আইএইএ-কে জানানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩