গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ জারি
(last modified Tue, 14 Jun 2022 09:59:40 GMT )
জুন ১৪, ২০২২ ১৫:৫৯ Asia/Dhaka
  • গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ জারি

গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ জারি হয়েছে। এ তথ্য জানিয়েছে ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থা।

এক বিবৃতিতে আজ (মঙ্গলবার) এই সংস্থা বলেছে, ইরানের তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপের কারণে জাহাজের পণ্য ফেরতের নির্দেশ জারি হয়েছে এবং এখন এই নির্দেশ বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

গত মাসে ইরানের জাতীয় পতাকাবাহী জাহাজ আটক করে গ্রিস। এ ঘটনার পরপরই ইরানে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়।

একই সঙ্গে নিয়ম অমান্য করায় পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। জলদস্যুতা বন্ধ করতেও আনুষ্ঠানিকভাবে গ্রিসের প্রতি আহ্বান জানায় তেহরান।

ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা ইরানি জাহাজ এবং এর পণ্য আটক রাখার নির্দেশনা দিয়েছিল। এরপরও ইরানের প্রচেষ্টা ও দৃঢ়তার কারণে আমরা জাহাজ ও এর পণ্য ফেরত পাওয়ার প্রক্রিয়া প্রত্যক্ষ করছি।#       

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ