ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার বার্তা
‘আমেরিকাকে নিষেধাজ্ঞার উন্মাদনা থেকে বেরিয়ে আসতে হবে’
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
আমেরিকাকে ‘নিষেধাজ্ঞার উন্মাদনা’ থেকে এবং আইএইএ’কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে তেহরান বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা চালিয়ে যেতেও দেশটি সংকল্পবদ্ধ রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এসব কথা জানিয়েছেন।
আব্দুল্লাহিয়ান আরো বলেছেন, ২০২০ সালে ইরানের পার্লামেন্টে পাস হওয়া আইনের ভিত্তিতে পাশ্চাত্যের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে তেহরান। তবে আলোচনাকে ফলপ্রসূ করার জন্য আমেরিকাকে ‘নিষেধাজ্ঞার উন্মাদনা’ থেকে বেরিয়ে আসতে হবে। সেইসঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়ে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করতে হবে।
আব্দুল্লাহিয়ানের পোস্টের সবশেষে বলা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হোক বা না হোক নিষেধাজ্ঞাকে পাস কাটিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন চালিয়ে যাবে তেহরান।

২০১৮ সালের মে মাসে আমেরিকার তৎকালীন ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে এই সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থা সৃষ্টি হয়। এ অবস্থায় ২০২০ সালের ডিসেম্বরে ইরানের পার্লামেন্ট একটি বিল পাস করে যেখানে বলা হয়, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এসে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ওই সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি থেকে পর্যায়ক্রমে সরে আসবে তেহরান।
এদিকে গত বছরের এপ্রিল থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের যে আলোচনা চলছিল তা গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে। ইরান বলেছে, আমেরিকার পক্ষ থেকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত আসলেই ভিয়েনায় একটি চুক্তি সই করা সম্ভব হবে।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।