ইরানের শিল্প উপশহর পরিদর্শন করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i109412-ইরানের_শিল্প_উপশহর_পরিদর্শন_করলেন_বাংলাদেশের_রাষ্ট্রদূত
তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার আজ (শনিবার) ইরানের উত্তর খোরাসান প্রদেশের বিদাক শিল্প উপশহর পরিদর্শন করেছেন। এ সময় তিনি কয়েকটি কারখানা ঘুরে দেখেন এবং সেসব কারখানার উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৮, ২০২২ ১৭:৫০ Asia/Dhaka
  • ইরানের শিল্প উপশহর পরিদর্শন করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার আজ (শনিবার) ইরানের উত্তর খোরাসান প্রদেশের বিদাক শিল্প উপশহর পরিদর্শন করেছেন। এ সময় তিনি কয়েকটি কারখানা ঘুরে দেখেন এবং সেসব কারখানার উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হন।

তিনি যেসব কারখানা পরিদর্শন করেছেন সেগুলোতে ক্যান্ডি, ডিটারজেন্ট, সুইট ও ইলেকট্রোড তৈরি হয়। এ সময় উত্তর খোরাসান প্রদেশের চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনসের প্রধানও উপস্থিত ছিলেন।

ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসব শিল্প ইউনিট পরিদর্শনের অবকাশে বলেন, উত্তর খোরাসান প্রদেশে শিল্প ক্ষেত্রে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। বাংলাদেশি বিনিয়োগকারীরা এই প্রদেশ সফরের মাধ্যমে নানা ধরণের পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন এবং আশা করা যায় বিনিয়োগ বাড়বে।

তিনি আরও বলেন, উত্তর খোরাসান প্রদেশে উৎপাদিত ঔষধি গাছ ও তুলা বাংলাদেশে রপ্তানি করা সম্ভব হতে পারে এবং এসব পণ্য রপ্তানি সহজ করতে হবে।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। এটা বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।