ইহুদিবাদী ইসরাইল বেঁচে থাকার ‘প্রাণান্তকর প্রচেষ্টা’ চালাচ্ছে: ইরান
(last modified Tue, 21 Jun 2022 01:55:34 GMT )
জুন ২১, ২০২২ ০৭:৫৫ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি
    ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি

ইহুদিবাদী ইসরাইল কিছু আরব দেশকে নিয়ে একটি সামরিক জোট গঠনের যে চেষ্টা করছে তাকে এই অবৈধ রাষ্ট্রের বেঁচে থাকার ‘মরিয়া প্রচেষ্টা’ হিসেবে মন্তব্য করেছেন একজন সিনিয়র ইরানি সেনা কমান্ডার। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি সোমবার তেহরানে এক বক্তৃতায় এ মন্তব্য করেন।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ দাবি করেন, মার্কিন সহযোগিতায় তেল আবিব তার ভাষায় ‘ইরানি হামলা’ প্রতিহত করার জন্য কিছু আরব দেশের সঙ্গে একটি আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা জোট গঠন করার চেষ্টা করছে।

এ সম্পর্কে শেকারচি বলেন, নিজের নিশ্চিত ধ্বংস থেকে বেঁচে থাকার প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরাইল। কিছু আরব দেশের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্থাপনের নেপথ্য কারণ উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি বলেন, রক্তপিপাসু এই অবৈধ রাষ্ট্র এখন এই উপলব্ধিতে পৌঁছৈছে যে, অতি দ্রুত গতিতে তাদের ধ্বংস নেমে আসছে।

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ

বেনি গান্তেজ সম্প্রতি ইসরাইলি সংসদ সদস্যদের উদ্দেশে দেয়া বক্তৃতায় তার ভাষায় ‘মধ্যপ্রাচ্য আকাশ প্রতিরক্ষা জোট’ গঠনের প্রচেষ্টার কথা জানান। তিনি বলেন, এটি গঠনের লক্ষ্যে আরব দেশগুলোর সঙ্গে তেল আবিবের আলাপ-আলোচনা অনেক দূর এগিয়েছে। ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী তার ভাষায় বলেন, ইসরাইলসহ আরো কিছু আরব দেশে ইরানি হামলা প্রতিহত করার লক্ষ্যেই এ জোট গঠিত হতে যাচ্ছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌপ্রধান এরইমধ্যে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, দখলদার ইসরাইলকে পারস্য উপসাগরে পা রাখার সুযোগ দিলে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন হবে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ