আফগানিস্তানে পৌঁছেছে ইরানের সেনাবাহিনীর ত্রানবাহী বিমান
https://parstoday.ir/bn/news/iran-i109630-আফগানিস্তানে_পৌঁছেছে_ইরানের_সেনাবাহিনীর_ত্রানবাহী_বিমান
আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। বুধবার রাতে সেনাবাহিনীর বিমানে করে ত্রাণের প্রথম চালান পাঠানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৩, ২০২২ ১৬:০৯ Asia/Dhaka
  • আফগানিস্তানে পৌঁছেছে ইরানের সেনাবাহিনীর ত্রানবাহী বিমান

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। বুধবার রাতে সেনাবাহিনীর বিমানে করে ত্রাণের প্রথম চালান পাঠানো হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাপরিচালক ইয়াকুব সোলাইমানি জানিয়েছেন, প্রথম পর্যায়ে এক হাজার খাবার প্যাকেট এবং ৪০০টি তাবু পাঠানো হয়েছে। এছাড়া ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ থেকে স্থলপথে ত্রাণের আরেকটি চালান পাঠানো হবে।

গতকাল (বুধবার) আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোস্তের কাছে ভূমিকম্প আঘাত হানে। এর ফলে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

গত দুই দশকে আফগানিস্তানে এত শক্তিশালী ভূমিকম্প আর আঘাত হানেনি। আফগানিস্তান হচ্ছে ইরানের প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে বিশাল সীমান্ত রয়েছে।#  

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।