শিনজো অ্যাবের মৃত্যুতে শোক জানালেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sat, 09 Jul 2022 00:09:26 GMT )
জুলাই ০৯, ২০২২ ০৬:০৯ Asia/Dhaka
  • ফুমিও কিশিদা- ইব্রাহিম রায়িসি
    ফুমিও কিশিদা- ইব্রাহিম রায়িসি

আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নিহত হওয়ার ঘটনায় দেশটির জনগণকে শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে একটি নির্বাচনি জনসভায় বক্তৃতা দেয়ার সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান দেশটির ইতিহাসের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

প্রেসিডেন্ট রায়িসি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কাছে পাঠানো এক শোকবার্তায় বলেছেন, শিনজো অ্যাবে জাপানি জনগণের কাছে যেমন একজন মহান রাজনীতিবিদ ছিলেন তেমনি তিনি ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যিনি ইরানের সঙ্গে জাপানের সম্পর্ককে অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রেসিডেন্ট রায়িসি ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে জাপানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানান এবং অ্যাবের আত্মার শান্তি কামনা করেন।

হায়াশি ইউশিমাসা- আব্দুল্লাহিয়ান

এদিকে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মৃত্যুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইউশিমাসাকে শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। ইউশিমাসার কাছে পাঠানো এক শোকবার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিনজো অ্যাবে ছিলেন একজন আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দেয়া একজন রাজনীতিবিদ যিনি পূর্ব এশিয়ার ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ