আইআরজিসি'র নৌ ইউনিট নিজেরাই প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করছে: ইরানি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i110538-আইআরজিসি'র_নৌ_ইউনিট_নিজেরাই_প্রয়োজনীয়_সরঞ্জাম_তৈরি_করছে_ইরানি_কমান্ডার
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন পুরোদমে অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এ কথা বলেছেন এই ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৪, ২০২২ ১৫:১৯ Asia/Dhaka
  • তাংসিরি
    তাংসিরি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন পুরোদমে অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এ কথা বলেছেন এই ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি।

তিনি আজ (বৃহস্পতিবার) আরও বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার যে নীতি গ্রহণ করা হয়েছে তাতে ভালো ফল পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বক্তব্য তুলে ধরেন।

তাংগসিরি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা চলতি ফার্সি বছরকে বিজ্ঞান ভিত্তিক উৎপাদন ও কর্ম-সৃজনের বছর হিসেবে ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উৎপাদন প্রক্রিয়াকে জোরদার করতে হবে এবং এ ধরণের প্রতিষ্ঠানকে আরও বেশি সহযোগিতা ও সমর্থন দিতে হবে। এর ফলে দেশীয় প্রযুক্তির পণ্য ও সরঞ্জামের  উৎপাদন ও মান বাড়বে।

চলতি বছর নৌবাহিনীতে কয়েক দফায় প্রতিরক্ষা সরঞ্জাম সংযুক্ত হবে বলে তিনি মন্তব্য করেন।

১৯৮৫ সালের ১৭ সেপ্টেম্বর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট গঠিত হয়। এই বাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।#  

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।