ইরান বিরোধী নিষেধাজ্ঞার ফলে ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i110932-ইরান_বিরোধী_নিষেধাজ্ঞার_ফলে_ইউরোপের_অর্থনীতি_ক্ষতিগ্রস্ত_হচ্ছে_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি বিশেষ করে ইউরোপের অর্থনীতির ক্ষতি হচ্ছে। শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন রায়িসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৪, ২০২২ ০৬:২৫ Asia/Dhaka
  • ইরান বিরোধী নিষেধাজ্ঞার ফলে ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি বিশেষ করে ইউরোপের অর্থনীতির ক্ষতি হচ্ছে। শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন রায়িসি।

১২০ মিনিটের ওই ফোনালাপে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বিশ্বের বহু দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করেছে। প্রেসিডেন্ট রায়িসি তার দেশের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অগঠনমূলক পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএতে সম্প্রতি পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করেছে তার ফলে পারস্পরিক রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এমনভাবে পুনরুজ্জীবিত করতে হবে যাতে ইরান এটি থেকে অর্থনৈতিক সুবিধা পেতে পারে। তিনি এই সমঝোতা নিয়ে অচলাবস্থা সৃষ্টির জন্য আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া যাওয়াকে দায়ী করেন।

গত ৮ জুন আইএইএর নির্বাহী বোর্ডের সভায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী ইরান-বিরোধী একটি প্রস্তাব পাস করে।এতে বলা হয়, ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে আইএইএকে প্রয়োজনীয় সহযোগিতা করছে না।অথচ বাস্তবতা হচ্ছে, ইরান এতদিন আইএইএকে প্রয়োজনীয় সব রকম সহযোগিতা করে এসেছে।

টেলিফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট বলেন, তিনি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনাকে ফলপ্রসূ করতে চেষ্টা চালিয়ে যাবেন। ম্যাকরন বলেন, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের প্রক্রিয়ায় সমর্থন দিচ্ছে। সিরিয়ায় আঞ্চলিক কোনো কোনো দেশের সামরিক অভিযানের বিরুদ্ধে ইরান যে অবস্থান নিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট তার প্রতি সমর্থন জানান।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।