পারস্য উপসাগরে সব ধরণের অভিযানের জন্য প্রস্তুত ইরানের নৌবাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i110964
পারস্য উপসাগরে সব ধরণের অভিযানের জন্য ইরান প্রস্তুত রয়েছে। এ কথা বলেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ২৪, ২০২২ ১৮:১১ Asia/Dhaka
  • তাংসিরি
    তাংসিরি

পারস্য উপসাগরে সব ধরণের অভিযানের জন্য ইরান প্রস্তুত রয়েছে। এ কথা বলেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরি।

তিনি আরও বলেছেন, দেশের উত্তর ও দক্ষিণের পানিসীমা ও দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকেও সম্পৃক্ত করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার পরিকল্পনা অনুযায়ী এটা করা হয়েছে। এর ফলে দেশের উপকূল এবং দ্বীপগুলোর নিরাপত্তা জোরদার হয়েছে। পারস্য উপসাগরের ১৪টি দ্বীপের উন্নয়নে নানা পর্যায়ে কাজ চলছে বলে জানান এই কমান্ডার।

কয়েক দিন আগেও আইআরজিসি'র নৌ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি পারস্য উপসাগরের নিরাপত্তা নিয়ে কথা বলেন।

তিনি ওমানের নৌ বাহিনীর কমান্ডারের সঙ্গে বৈঠকে পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরাইলের যেকোনো ধরণের উপস্থিতির পরিণতির বিষয়ে সতর্ক করে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি শুধুমাত্র এ অঞ্চলের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলবে, কোনো সুফল বয়ে আনবে না।

তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে সক্ষম।

জনগণের মতামত উপেক্ষা করে পারস্য উপসাগরীয় দুই দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর এই অঞ্চলে ইহুদিবাদীদের অপতৎপরতার আশঙ্কা বেড়ে গেছে। #  

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।