'ইরানের স্পর্শকাতর নিরাপত্তা স্থাপনা উড়িয়ে দিতে চেয়েছিল ইসরাইলি গুপ্তচর চক্র'
ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের অত্যন্ত স্পর্শকাতর একটি নিরাপত্তা স্থাপনা উড়িয়ে দিতে চেয়েছিল ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি গুপ্তচর চক্র। তবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের নিরাপত্তা বাহিনী ওই চক্রকে আটক করে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।
গোয়েন্দা মন্ত্রণালয় গতকাল (বুধবার) সন্ধ্যায় ঘোষণা করে যে, আটককৃত ইসরাইলি গুপ্তচরেরা অত্যন্ত জটিল পদ্ধতিতে ইরানের এই স্পর্শকাতর নিরাপত্তা স্থাপনার অবস্থান চিহ্নিত করে এবং ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে তা উড়িয়ে দেয়ার পরিকল্পনা আঁটে।
বিবৃতিতে বলা হয়, আটক গুপ্তচর এজেন্টরা ইরান-বিরোধী কোমালা সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে তাদেরকে পরিচিত করে তুলেছে ওই গোষ্ঠীর প্রধান আবদুল্লাহ মোহতাদি।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, মিশন সফল করার জন্য গোয়েন্দা চক্র ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি স্থান অঞ্চল দিয়ে বিপুল পরিমাণে গোলাবারুদ ও বিস্ফোরক ইরানের ভেতরে আনে। এসব বিস্ফোরক দ্রব্য দিয়ে আটটি শক্তিশালী বোমা এবং আটটি ছোট বোমা তৈরি করা যেত যা ইরানের ওই স্থাপনা উড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট।
আটকৃত এই গুপ্তচর চক্রের কাছ থেকে বিপুল পরিমাণ ইরানি এবং বৈদেশিক মুদ্রা, কয়েকটি পিস্তল, মোবাইল ফোন, ল্যাপটপ এবং ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠান উড়িয়ে দেয়ার জন্য যারা এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করেছে তারা কেউ বিনা জবাবে পার পাবে না।#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।